Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বিল কেদারিয়ায় প্রবেশের পথ
বিস্তারিত

 

এই সেই পথ দিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের লোকজন যাওয়া আসা করতেন TRM ( টাইটেল রিভার মেনেজমেন্ট) বাস্তবায়নের জন্য

 

১৯৮২ সালে ১ম স্লুইচ গেটে জোয়ারের পানি বাধাগ্রস্ত হওয়ায় পলি মাটি নদীর তলদেশে জমতে থাকে । ক্রমান্নয়ে ১৯৮২ সালে নেহালপুর ইউনিয়নসহ এলাকায় ১ম জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন থেকে ব্যাপক ফসল হানি রাস্তা ঘাট স্কুল কলেজসহ সামাজিক অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। নেহালপুর ইউনিয়নবাসী ও কুলটিয়া ইউনিয়নবাসী তখন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে ছিল। TRM ( টাইটেল রিভার মেনেজমেন্ট) এর যাত্রা শুরু লাগাতার জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার মানুষের  দাবির ফলে পানি উন্নয়ন বোর্ড ১৯৯৬ সালে ২২৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ( KJDRP ) খুলনা যশোর ড্রেনেজ রিহেবিলিশান প্রকল্প গ্রহণ করে। ১ম প্রকল্প হিসাবে নেহালপুর ইউনিয়নের বিল কেদারিয়ায় TRM ( টাইটেল রিভার মেনেজমেন্ট) এর কাজ শুরু করে। বিল কেদারিয়ায় এই প্রকল্প বাস্তবায়নের ফলে নেহালপুর ইউনিয়নসহ আশেপাশের লোকজন উপকৃত হয়।  এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জলাবদ্ধ এলাকার মানুষকে স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা ।