Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাষ্ট

 

শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাষ্ট

 

 

বেসরকারি শিক্ষক-কর্মচারিদের কল্যাণ ও অবসর সুবিধা এখন অনলাইনে .৬মার্চ'১২ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন ...সকাল ১০.৩০টায় বিটিভিতে সরাসরি উদ্বোধন ঘোষনা করলেন

 

 

সকল ইউআইএসসি থেকে স্থানীয় জনগণের জানার জন্য উদ্বোধনী অনুষ্ঠানটি টেলিভিশনে বা মাল্টিমিডিয়া স্ক্রীনে প্রদর্শনকরা হলো।

শুভ উদ্বোধন-১১ ই নভেম্বর-২০১০

 

জেলা প্রশাসন যশোর ও উপজেলা প্রশাসন মনিরামপুরকে বাংলাদেশ  কারিগরি বোর্ড এর অনুমোদনের সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য নেহালপুর ইউনিয়নবাসির পক্ষ খেকে অভিনন্দন।

 

কম্পিউটার অফিস এ্যাপলিকেশন ও ড্যাটাব্যাজ প্রোগ্রামের আবেদনের ভিত্তিতে ২২/০৬/১২ইং তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ  কারিগরি বোর্ড এর সহকারি পরিচালক (প্রকাশনা) মোঃআব্দুল্লাহ আল মাবুদ এসেছিলেন নেহালপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শনে। পরিদর্শন শেষে উনি মন্তব্য করলেন নেহালপুর ইউনিয়ন তথ্য এ সেবা কেন্দ্র জুলাই-ডিসেম্বর  সেশন থেকে কারিগরি বোর্ডের সকল সুবিধা পাওয়ার অধিকার রাখে ।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুর রাজ্জাক,তথ্য ও সেবা কেন্দ্রের কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ,সাংবাদিক সমাজ, সকল রাজনৈতিক দলের সভাপতি/সম্পাদক,সূধীজন,পরিষদের সকল সদস্যবৃন্দ। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রটি নিঃসন্দেহে কম্পিউটার প্রশিক্ষণের জন্য সুন্দর  পরিবেশ রয়েছে। ২ কক্ষ বিশিষ্ঠ ট্রেনিং সেন্টারে আছে-১০ টি কম্পিউটার,১টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ২টি মডেম,৩টি প্রিন্টার, ১টি ফটোষ্ট্যাট মেশিন,১ টি স্কানার,১টি ক্যামেরা ও ৪৮ জন প্রশিক্ষণরত ছাত্র/ছাত্রী নিয়ে ২০১০ সাল থেকে এ পর্যন্ত সেবা প্রদান করে চলেছে।তাই আমার জেলা প্রশাসন যশোর ও উপজেলা প্রশাসন মনিরামপুরকে বাংলাদেশ  কারিগরি বোর্ড এর অনুমোদনের সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য নেহালপুর ইউনিয়নবাসির পক্ষ খেকে অভিনন্দন জানাই।

 

 

খুলনার প্রশিক্ষক প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হিসাবে আমি করেছিলাম নেহালপুর ইউআইএসসিকে  নতুন করে ঢেলে সাজানোর। সরকারী উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেছি  প্রায় ২,৫০,০০০/=(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।এলাকায় সুধীজনদের নিয়ে, সমাজ নিয়ে বৈঠক করেছি।পরিষদের সকল সদস্য/সদস্যাদের নিয়ে বৈঠক করেছি।সকল রাজনৈতিক দলের সভাপতি/সম্পাদকদের নিয়ে বৈঠক করেছি। তথ্যটি  ও সেবা কেন্দ্রের কমিটি গঠণ করেছি।সব মিলিয়ে আজ আমি ফল পেতে শুরু করেছি। সাথে সাথে ইউনিয়নের জনগণকে সেবা দিতে আরও সহজ হচ্ছে।