Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জয়েন্ট পাকিস্তান আমলের সবচেয়ে বড় প্রকল্প ভবদহ স্লুইস গেট

 

 

জয়েন্ট পাকিস্তান আমলের সবচেয়ে বড় প্রকল্প ভবদাহ স্লুইস গেট

 

১৯৫৮ সালে পাকিস্তানের তৎকালিন প্রেসিডেন্ট আইযুব খানের শাসন আমলে সবুজ বিল্পব বাস্তায়নের জন্য যশোর জেলাধীন মনিরামপুর,কেশবপুর অভয়নগর ও যশোর সদর উপজেলা এবং  খুনলা জেলাধীন ডুমুরিয়া,ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলা সমুহে ১,২৮,০০০ হাজার হেক্টর জমিতে লবণাক্ততার হাত থেকে রক্ষার প্রয়োজনে ২৭ টি বিলের পানি নিস্কাশনের প্রয়োজনে ১৯৫৮ সালে কাজ শূরু হয়ে নেহালপুর ইউনিয়নের সংলগ্ন টেকা-মূক্তেশরী নদীর উপর ভবদহ নামক স্থানে তৎকালিন পূর্ব পাকিস্তানের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত সবচেয়ে বড় প্রকল্প  ভবদহ স্লুইস গেইট ১৯৬২-৬৩ সালে কাজ শেষ হয়। তখন এলাকায় ব্যাপক ফসল হতে থাকে। ১৯৮২ সালে ১ম স্লুইচ গেটে জোয়ারের পানি বাধাগ্রস্ত হওয়ায় পলি মাটি নদীর তলদেশে জমতে থাকে । ক্রমান্নয়ে ১৯৮২ সালে নেহালপুর ইউনিয়নসহ এলাকায় ১ম জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন থেকে ব্যাপক ফসল হানি রাস্তা ঘাট স্কুল কলেজসহ সামাজিক অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। নেহালপুর ইউনিয়নবাসী ও কুলটিয়া ইউনিয়নবাসী তখন বেশি ক্ষতিগ্রস্ত হয়ে ছিল। TRM ( টাইটেল রিভার মেনেজমেন্ট) এর যাত্রা শুরু লাগাতার জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার মানুষের  দাবির ফলে পানি উন্নয়ন বোর্ড ১৯৯৬ সালে ২২৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ( KJDRP ) খুলনা যশোর ড্রেনেজ রিহেবিলিশান প্রকল্প গ্রহণ করে। ১ম প্রকল্প হিসাবে নেহালপুর ইউনিয়নের বিল কেদারিয়ায় TRM ( টাইটেল রিভার মেনেজমেন্ট) এর কাজ শুরু করে। বিল কেদারিয়ায় এই প্রকল্প বাস্তবায়নের ফলে নেহালপুর ইউনিয়নসহ আশেপাশের লোকজন উপকৃত হয়।  এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জলাবদ্ধ এলাকার মানুষকে স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা ।  ভবদহ স্লুইস গেইট তদারকির জন্য সেখানে সি প্লেনে করে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ আসত । যে গেট দিয়ে ২৭ টি বিলের পানি নেহালপুর ইউনিয়নের বিল কেদারিয়া হয়ে টেকা মূক্তেশ্বরী নদী বেযে সাগরে গিয়ে পড়ত। সেই স্লুইচ গেট আজ মৃত প্রায় । সেখানে ২১ গেট,৯ গেট ৬ গেট,৪ গেট, ৩ গেট ১ টি  করে গেট করে রেখে কালের স্বাক্ষী করে ছিলেন। তখনকার ইঞ্জিনিয়ার বলেছিলেন এই গেট ২০/৩০ বছরেই এর কুফল দেখা দিবে আসলেই আজ আমরা এর কুফল পেতে শুরু করেছি।    

ভবদহের  উজানের ২৭টি বিলের ক্রমিক সংখ্যা তুলে ধরা হল

 

বিলের নাম

বিলের নাম

বিলের নাম

দামোখালির বিল

সন্ধ্যার বিল

রাজাপুরের বিল

আড়পাতার বিল

বিল বোকড়

ডুমোর বিল

কপালিয়ার বিল

কালিধার বিল

ধলের গাতী বিল

কেদারিয়ার বিল

হরিণ ঘাটার বিল/হরিণ কাটার বিল

ফেহেলির বিল রাজাপুরের উত্তরে

বলার আবাদের বিল

সাত গাতীর বিল

মাগুরার বিল

আন্ধার বিল

শাহালের বিল বাহাদুর পুরের দক্ষিণে

শা- মান্দার তলার বিল

কাছোর আবাদ বিল

সুন্দলীর খোল বিল

ভাতার মারীর বিল জয়পুরের পশ্চিমে

গান্ধি মারার বিল

শুড়ীর ডাঙ্গীর বিল

হরিণার বিল খোরচে ডাঙ্গা ও বলা ডাঙ্গার বিল

ভুলার আবাদ বিল

ঝিহিরের বিল ঝিকরের বিল

ভাতুড়িয়ার বিল

 

এর পরেও নাম না জানা আরও ২৬টি বিলের জল যশোরের পুলের হাট হয়ে ভবদহ গেট দিয়ে বাহির হয়।