Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কর্তৃপক্ষের পরিদর্শন

 

 

নেহালপুরে তথ্যসেবা কেন্দ্র বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান

 

মুস্তাফিজুর রহমান মনিরামপুর,(যশোর) ডিজিটাল বাংলাদেশ গড়ায়, আগামী প্রজন্মের জন্য ক্ষুদা-দারিদ্র মুক্ত সুখী-সুন্দর পরিবেশে নেহালপুরের  জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে এবং স্বল্প সময়ের মধ্যে,কম খরচে নিজ নিজ কাজ সম্পন করতে পারবে, তেমনি আর্থিক লাভবান হতে পারবে,সেই ক্ষেত্রে জেলা প্রশাসকের দপ্তরের যে সকল সেবা, নেহালপুরের তথ্য সেবা কেন্দ্র (ইউ আই এস সি) থেকে পাওয়া যাচ্ছে। তথ্য ও সেবা কেন্দ্রে পরিচালনায় আছেন মোঃ আসাদুল হক (চঞ্চল)। নিরালস ভাবে তথ্য সেবার কাজে নিয়োজিত আছে। পর্চা প্রদান, এক সপ্তাহের মধ্যে নকল গ্রহন, জেলা প্রশাসকের কার্যালয়ের যে কোন সেবার জন্য আবেদন দাখিল। এছাড়াও ইউ আই এস সি থেকে আরো যে সব সেবা পাবেন। স্বল্প খরচে বিদেশে কথা বলা, পাসপোর্ট ফরম সহ সরকারী যে কোন ফরম সংগ্রহ,বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম সংগ্রহ, রঙিন ছবি তোলা, ই-মেইল পাঠান, কম্পিউটার কম্পোজ করা,কম্পিউটার প্রশিক্ষণ, বিভিন্ন চাকরির তথ্য ছাড়াও কম সময়ের মধ্যে  ৪০টি তথ্য সেবা পাবেন।যার সুফল ইতিমধ্যে জনগণ পেতে শুরু করেছে। তারই ধারাবাহিকতাই  গত রবিবার নেহালপুর ইউ, পি কার্যালয়ে তথ্য সেবা কেন্দ্র বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেহালপুর ইউ,পি চেয়ারম্যান নজমুস সাহাদাত। প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আমন্ত্রিত বিটিভি,চেনেল আই,বাংলা ভিশন,সময় টিভি,এন টি ভি, আই টি ভি,এটিএন বাংলা এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকার যশোর,মনিরামপুরের সাংবাদিক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউ পি সদস্য সহ এলাকার সচেতন মহল।     

 

মোঃ মুস্তাফিজুর রহমান

মনিরামপুর, (যশোর) প্রতিনিধি

মুবাঃ ০১৭১৫-২৬৯২২৮

তাং ৩/১০/২০১১