Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় ন্থান

  নেহালপুর ইউনিয়নের ভিতর প্রসিদ্ধ কোন দর্শনীয় স্থান লক্ষ্য করা যায় না। তবে  TRM ও ভবদহ স্লুইস গেট পাকিস্তান আমলের সবচেয়ে বড় প্রকল্প  এর ক্ষতির হাত থেকে রক্ষার জন্য নেহালপুর ইউনিয়নের বিল কেদারিয়াতে TRM ( টাইটেল রিভার মেনেজমেন্ট) লাগাতার জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার মানুষের  দাবির ফলে পানি উন্নয়ন বোর্ড ১৯৯৬ সালে ২২৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ( KJDRP ) খুলনা যশোর ড্রেনেজ রিহেবিলিশান প্রকল্প গ্রহণ করে। ১ম প্রকল্প হিসাবে নেহালপুর ইউনিয়নের বিল কেদারিয়ায় TRM ( টাইটেল রিভার মেনেজমেন্ট) এর কাজ শুরু করে। বিল কেদারিয়ায় এই প্রকল্প বাস্তবায়নের ফলে নেহালপুর ইউনিয়নসহ আশেপাশের লোকজন উপকৃত হয়।  এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জলাবদ্ধ এলাকার মানুষকে স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা ।

TRM ( টাইটেল রিভার মেনেজমেন্ট) ভেঁড়ীবাঁধ এলাকায় অনেক দুর দুরান্তের লোকজন আসে দেখার জন্য্