Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ঐতিহ্যবাহী নেহালপুর স্কুল এন্ড কলেজ
বিস্তারিত

এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে ১৯৫৭ সালে মৃত ডাঃ মোসলেম উদ্দিন,সাং-নেহালপুর  এই স্কুলের প্রতিষ্ঠাতা। ডাঃ মোসলেম উদ্দিন তার নিজের নামে রেকর্ডিয় প্রায় ২.১০ একর জমি নিঃস্বার্থ ভাবে দান করেছিলেন। সে নিজেই স্কুলের জন্য তার বাঁশ খুটি, তালের পাতা দিয়ে ছাউনি করে নিজেই মাথায় করে মাটি বহন করে মাটি  ভরাট করে বর্তমান মাঠের উত্তর পাশে প্রায় ৫০ হাত লম্বা স্কুল ঘর তৈরি করেন। আরও উল্লেখ্য যে, স্কুল প্রতিষ্ঠার জন্য নিজ নামীয় অনেক জমি বিক্রি করে ঐ স্কুল উন্নয়নের কাজে ব্যয় করেছিলেন। এই কথা সরাসরি তথ্য সংগ্রহের তথ্য দেন মোঃ আরমান গাজী,পিতা মৃত আফের গাজী,সাং-দত্তোকোনা। সেই আরমান গাজী নেহালপুর স্কু্লের চাল তৈরির বাশেঁর চটা চেছেছিলেন স্কুল প্রতিষ্ঠাতা মৃত মোসলেম উদ্দিন এর সাথে । তখন নেহালপুর স্কুলের নাম ছিল-নেহালপুর স্কুল তারপর নাম দেওয়া হয় নেহালপুর বহুমূখী মাধ্যমিক স্কুল, বর্তমানে সেই স্কুলের বর্তমান নাম দেওয়া হয়েছে নেহালপুর স্কুল এন্ড কলেজ।